এক যে ছিল ভয়ের দেশ ভয়ে ভয়ে ভরা
ভয় না পেলে ভর করে যে ভয়েরই মহড়া
ভূতের ভয়ে কবে থেকেই সেদেশবাসি কাবু
ভূত মেলেনা আগের মত ভয় পায়না বাবু।
ভয় না পেলে চলবে কেমন পেতেই হবে ভয়
ভয়ের উপর জয়ের আছর চলবেনা নিশ্চয়
ভয়ের উপর দাঁড়িয়ে আছে লক্ষ টাকার বিজনেস
চোর ডাকাতে দাঁত কেলায়ে জীবন কত ইজিনেস!
রাজনীতি বা রাজার নীতি ভয় দেখানো যন্ত্র
ভয় দেখানো লোক ঠ্যাঙানো এটাই আসল তন্ত্র।
ভয় পাবিনা কত তে আর ফেলব পিঠের ছাল
ভয় পাবিনা পেতেই হবে করব নাজেহাল!
ভয়ে ভয়ে মাথা নুয়ে থাকবি যতকাল
মোদের চেয়ার উল্টাবেনা দেখুক মহাকাল!