একটা বছর চলেই গেল
চলে গেল জীবনের অংশ
বরফ খন্ড গলে গেল অনেকটা
পথের সীমানা আর নেই বেশিদূর।
মৃত্যু যদি হয় জীবনের সীমানা
তবে সে সীমা আর কতদূর বল?
যে গ্রহ রয়েছে কোটি আলোকবর্ষ দূরে
সেওতো একদিন সূর্যকে করে প্রদক্ষিণ
একদিন সব শেষ হয় যার আছে শুরু।
এই হাসি এই গান এই রেসের ঘোড়া
এই অন্তহীন ছুটে চলা শেষ হবে একদিন।
বন্ধু, নতুন বছরের আগমনে তুমি হাসলে খুব
বিদায়ী বছরের বেদনায়- কাঁদলে না?
তবে তুমি কি করে ভাব এ ব্যস্ত পৃথিবী তোমার বিদায়ে
ঝরাবে এতটুকু আঁখি জল, দাঁড়াবে ভারাক্রান্ত মনে
তোমার নিরব নিস্তব্ধ কবরের পাশে।