পথের ধারে দাঁড়িয়ে আছে একটি শিমুল গাছ
অনেক হেলার কালের শেষে গজিয়েছে ঘাস
নেয়নি কেউ খোঁজটি তাহার বড্ড অভিমানে
নিজের কাঁটায় নিজেই বিঁধে ক্ষাণিক অপমানে

কেউ বলেনি ওগো শিমুল তোমার পানে চেয়ে
একটু দাঁড়াই পথের বাঁকে শিমুল তুলোর মেয়ে
কেউ দেখেনি পথের ধুলোয় ধূসরিত হয়ে
শিমুল পাতা কাঁদছে একা দুঃখের নদি ছুঁয়ে!

সেই শিমুলে আজকে হঠাৎ রক্ত বরণ রঙ
অবাক তাকায় দূরের পথিক তাকায় দূরের বন
রঙের নাচন লেগে গেছে শিমুল ফুলের গায়ে
সেই সুখেতে ডাকছে কোকিল সুরের মূর্ছনায়ে!