সোনালি ডানায় শঙ্খ চিল হবো
উড়ে যাব সাত সমুদ্র তেরো নদী পারে
সাদা মেঘের ভেলায় ময়ূরপঙ্খী
নাও সাজিয়ে
চলে যাব চাঁদের দেশে,
তখন আকাশ হবো ,ঢেকে দেব পৃথিবী
ভালবাসার ছায়ায়।
সোনালি ডানায় শঙ্খ চিল হবো
আর
শেষ বিকেলে মেঘনার চরে
মাছরাঙা ,পানকৌড়ির সাথে
করবো মিতালি-খেলবো জল ছোঁয়া খেলা।
তখন শিকারী হবো ,গ্রাস করব রাক্ষস মাছ।
সাদা কাশবনে শিশির ভেজা সকালের
শিশির মেখে খণ্ড খণ্ড সাদা মেঘ হবো,
দাড় কাক হবো শ্রাবণের বৃষ্টিতে ভিজে
তখন মেঘ হবো ,ভেজাবো মাটি
পবিত্র করব আত্মা,শুদ্ধ হবে বসুধা।
সোনালি ডানায় শঙ্খ চিল হবো হিমালয়ের চূড়ায় পাখা মেলে দেখবো
মৃত্তিকার সবুজ সতেজ ঘাস
পাদদেশে দো পায়ে জীবনের উচ্ছ্বাস-অবসাদ,
ক্লান্ত ব্যর্থ পর্বতারোহীর সুদীর্ঘ নিঃশ্বাস
তখন প্রেরণা হবো,হবো চির সবুজ
এনে দিব সজীব সুনির্মল বাতাস।
সোনালি ডানায় শঙ্খ চিল হবো
লুকাবো হোগলার বনে
লাল পাহাড় অথবা
সাদা মাটির দেশে,
আবার আসব ফিরে
সোনালি ডানায়
শীত চাদরে জড়িয়ে ,দোয়েলের শীষে।