(এক)
এই শহরে আমার বসবাস
যেখানে ডাস্টবিনে ড্রেনে পড়ে থাকে
ভূমিষ্ট অথবা গর্ভপাত ঘটানো মানব শিশুর লাশ,
এই সেই শহর
যেখানে শ্লোগানে মুখরিত রাজপথ
অস্ত্রের মহড়া, বোমাবাজি
অর্থ আর চাঁপাবাজিতে রাজনীতির লম্বা বহর।
                      (দুই)
এখানে ছকিনারা শরীর বিক্রি করে
অন্ধকারে উদোম হয় রাতের চাঁদ,
আলোতে সুগন্ধি মেখে
মাকড়শারা তৈরি করে নতুন ফাঁদ।
                     (তিন)
আলেয়াদের বস্তিতে আগুন লাগে
পোড়া মাংসের গন্ধে নাকে রুমাল চেপে
চলে ভোটযুদ্ধ,
পেটে চর্বি জমে গণতন্ত্রের
খোলা আকাশে রাত জেগে,হাত পেতে
আলেয়ারা থাকে চিরকাল বুদ্ধ।
                 (চার)
এইতো আমার ঠিকানা
নিঃশ্বাসে বিষ,বাতাসে সীসা
ধূলিতে ভরা বিছানা,
এখানে আমার বেড়ে ওঠা
কলের চাকায়,যন্ত্র মানব
রাত দিন তাই শুধুই ছুটে চলা ।