মানুষ মোমের আলোর মত দোল খায়
নিভে যায় বৈরী বাতাসে
জ্বলে ওঠে অসীম স্বপ্নের পিপাসায়।

মানুষ তো ভুল-
পথ ভুলে খোঁজে পথ,
অদ্ভুত মায়াটানে,রাতভর খেলা করে
শূন্যের পিঠে চড়ে
খুঁজে চলে ভালবাসার ফুল।

মানুষ এক স্বপ্নচাষি,
নিবিড় ফলনের আশায় আগামীকে
কর্ষণ করে ভোঁতা লাঙলের ফলায়,
হাতুড়ি-কাস্তে চালিয়ে সাফ করে
শ্যাওলা ধরা অতীত।

মানুষ শুধু মানুষ
যতটা টের পাই
ভোরের আবছা আলোয়,
সময়ের গায়ে জোছনা লেগে থাকা
সময়ঘড়ি।