কাক ,শকুন ,নেড়ী কুত্তা আর পাগল মাতালের
বিচরন বছর জুড়ে
পায়খানা-প্রস্রাবে পবিত্র করে আত্মা
জাতির জাতীয় গর্ব
এই কি স্বাধীনতার স্বাধীন সত্তা -বীর বাঙালির ?
বিশ্বের বুকে লাল সবুজের মানচিত্র
পরিচয় করে দিতে মাথা উঁচু করে
দাড়িয়ে স্মৃতিস্তম্ভ ,চোখ বুজে গোটা জাতি
বছর ঘুরে ডিসেম্বর এলে পরিছন্ন পোশাকে
লাল সবুজের পতাকা তুলে ,নাক টিপে
শহীদের পায়ে মাথা ঠুকে দেয় সম্মান ।
( দুই )
শহীদ জননী , নির্যাতিতা মা
জ্বালাও পোড়াও ,যুদ্ধের খণ্ড চিত্র
স্বজনের আহাজারি , রক্তাক্ত প্রান্তর
ডিসেম্বর এলেই কবিতা ,গান
নাটক ,উপন্যাস ,ছায়াছবি ,চিত্রাঙ্কন
ঘাটে -মাঠে ,পথে-প্রান্তরে
দোয়েলের শীষে বিজয়ের চেতনা ।
বিজয় ,বিজয়ী ,শহীদ চেতনা
মুক্তিযোদ্ধার বাড়ে কদর,
ছেড়া তালি ,জীর্ণ দেহ
একদিনে আদর।
( তিন)
এই কি বিজয় , বিজয়ী চেতনা
রক্তের ঋন ?
চাই না এই চেতনা
যা মনুষ্যত্ব কে লাশ করে ,
ফাগুন হলে আগুন দিতাম
অগ্রহায়ণ হলে শীত
মানুষ বলে ফানুষ উড়ায়
অন্তরে রেখে বিষ
আমি রক্ত দেব ,শহীদ হব
আমাকে একটি মানচিত্র দাও
মায়ের যৌনীদ্বারে রেখে যাব
মা, তোমার কাছে একটি চেতনাপূর্ণ
জাতীর আশা রেখে যাব ।