সবার ঘটে বুদ্ধি থাকে
আমার ঘটে নাই
সবার ঘটে টাকা থাকে
আমার ঘটে ছাই।
সবাই নাকি জমাই টাকা
আমি শুধুই খাই
সবাই এখন করছে বাড়ি
আমি হচ্ছি দায়।
সবাই তাই উপরে ওঠে
আমি থাকি নিচে
সবাই চলে আগে আগে
আমি থাকি পিছে।
সবার মতোই হতেম যদি
আমি হতেম রাজা
মনের ঘরে জমতো ধূলো
পেতাম শুধু সাজা।
০৯/০২/২০১৭