ন্যায় বিচার দাও হে শাসক
এক টুকরো প্রশান্তির জমিন দাও
এবং
বিশ্বাস ফিরিয়ে দাও
মা-মাটি আর স্বাধীনতার ।
নইলে বজ্রপাত হবো
তেজস্ক্রিয় আলোর ঝলকানিতে
ভস্মীভূত করবো পৃথিবী
কাল জয়ী রণদামামা বাজিয়ে ,
প্রলয়ে প্রলয়ে আর ঘূর্ণি বাতাসে
লণ্ডভণ্ড করে দিব অন্যায় চিন্তার মস্তিষ্ক
শ্রাবণের বর্ষায় ধুয়ে দেবো
স্বাধীনতার কলঙ্ক
অথবা
বাঁশ বাগানের ছায়ায় ,দেবদারু শাখায়
মাটি হবো।
24/05/2016