চল্লিশ বছর কেটে গেছে
ভালবাসার হৃদয়টা এখন-
সপ্তাহ পার হওয়া বাসি রুটির মত,
দুঃখটা ছিদ্র মাটির কলস,
রানওয়ে থেকে ছিটকে পড়েছে জীবনের চাকা।
তারপরও----
প্রতিদিন পা টিপে টিপে হাটি,
সন্ধ্যা হলেই স্মৃতির বোতাম চাপি
অনুভূতির আকাশে উড়াই রঙিন ফানুস,
কুড়ি কুড়ি করে গুনে রাখি লাল গোলাপ
চাঁদের বালিশ পেতে রাখি শর্য্যাপাশে।
রাত গভীর হয়-
হুতোম প্যাঁচা ডাকে ভালবাসার তেঁতুল গাছে।