মনে আছে তোর?
সেদিন ছিল ছুটির দিনের বেলা
ঘরে ঘরে বিশ্ব কাপের খেলা,
ব্রাজিল বলে দিয়েছিলিস গালি
কেঁদেছিলাম হিজল গাছে বসে,
তোর বাবার হাতে চড় খেয়েছিলিস কসে।
মনে আছে তোর?
আর্জেন্টিনার খেলা দেখা, হয়নি সেদিন রাতে
জ্বরের ঘোরে খুঁজেছিলি আমায়,
ঘুমিয়ে ছিলাম জড়িয়ে বুকে তোকে
জড়িয়ে ছিলাম ভীষণ রকম মায়ায়,
ভালবাসার বটের গাছের ছায়ায়।
মনে আছে তোর?
নাকি এখন,গেছিস সবই ভুলে?
খেলা খেলা সবই কেবল খেলা
এখন বুঝি মিছে খেলার বাজি,
সত্যি কেবল, তোকে নিয়ে ভাবা
আমি এখন দাবার কোটের গুটি
দাবার ঘরে, দাবার গুটি দাবা।