সরষে ফুলের হলুদ আভায়
হারিয়ে গেছে পথ
বুনোফুলের গন্ধ গেছে নেমে,
উলটপালট জলের দহন
বেয়াড়া দুই মিটিমিটি চোখ
জলের ধারা কবেই গেছে থেমে।
এখন দেখি প্লাস্টিকের ফুলবাগানে
কালোঝুঁটির পাখি,
প্রতিবিম্বের ঘোড়ায় ছোটে
ছানিপড়া আঁখি।
বেঢপ শরীর
জিন্স টাইট আর
টিয়ে রঙের শার্ট,
সুশীল ভজন
রীতিনীতি সরব কণ্ঠ
রাজনীতির মাঠ।