ভালো বন্ধু চাই
একজনই মাত্র ভালো বন্ধু।
যে বসন্তে কোকিল হবে
ফাগুনে ফুল ফোঁটাবে
হাসিঠাট্টার হুল ফোটাবে
কূল ভাঙলেও হাত ধরে থাকবে।
ভালো বন্ধু চাই
একজনই মাত্র ভালো বন্ধু।
যে মাঘের বিকেলে রোদ হবে
অন্ধকার অমাবস্যায় স্পর্শ হবে
দুঃখের দিনে ভালোবাসা হবে
হতাশার দিনে ভরসা
সুখের দিনে চিবুক ছুঁয়ে দেবে
মৃত্যুতেও ছুঁয়ে থাকবে কফিন।
ভালো বন্ধু চাই
একজনই মাত্র ভালো বন্ধু।
ছাঁদের কিনারে দাঁড়ায়
সড়কে খুঁজি, মোটরগাড়ির জানালায়
ফুটপথ ধরে হাঁটি
পুরু চশমার গভীরে খুঁজি
সবকিছু ঘোলা ঘোলা লাগে
চোখ দুটো ঝাপসা হয়ে আসে-
বন্ধু পাই না, একজন ভালো বন্ধু তো নয়-ই।
ভালো বন্ধু চাই
একজনই মাত্র ভালো বন্ধু।