১.

তোমার হাতে মেহেদি পাতার রং

আমি বসে একলা কাঁদি

হৃদয় জুড়ে বার পর্দা জং

২.

কেমন তুমি হৃদয় হীনা, আমায় বল না

কোন দোষেতে,সুখের খোঁজে

করলে তুমি এমন ছলনা!

৩.

দুঃখটাকে জড়িয়ে নিলাম বুকে

বুকের মাঝে থেকো অনেক সুখে।