(এক)
কোথায় তোমার আদর মাখা হাত খানি

ডানা পেলেই উড়ে যেতাম কাছে

দুরে তবু আছে তোমার হাতছানি

(দুই)
কেমন যেন গন্ধ তোমার পাই

সারা বাড়ি হাতড়ে ফিরি

কোথাও তুমি নাই!

(তিন)
জেগে জেগে ঘুমকাতুরে চোখ

বাদল দিনে ভীষণ রকম শোক।