(এক)
আমাদের হাবুটা বড্ড বেহায়া
রাত দিন খুঁজে ফেরে সুখ
ভাঙ্গা আয়নাটা বড্ড অপায়া
বার বার দেখায় কুচ্ছিত মুখ
( দুই)
রাত জাগে রক্ষিতার বুকে
বাজে বারো পকেটের
চোরা গলিতে জীবন চুকে
( তিন)
অন্ধকারে হাত পাতে কাঙাল সময়
সুখ পাখি আজ বুঝি রয়েছে কোমায়।