অর্থের দিক থেকে সম্পর্কযুক্ত হলেও "স /ষ " এর গোলমাল:-
সঙ্গ -----অনুষঙ্গ
সম -------সুষম
অসম ---বিষম
সহ/দুঃসহ ------দুর্বিষহ
উচ্চারণ একেবারে একরকম, কিন্তু লিখতে গেলে ভিন্নতা রয়েছে:
স এবং স্ব। অর্থও সম্পূর্ণ আলাদা। "স" মানে সহিত যেমন -সভক্তি প্রনাম,সপরিবারে ভ্রমণ,সবাক চলচ্চিত্র, সজোরে আঘাত,সাদর অভ্যর্থনা।
সাক্ষর আর স্বাক্ষর নিয়ে খুব গণ্ডগোল লাগে,অযথাই।
সাক্ষর অর্থ স+ অক্ষর,অর্থাৎ যার অক্ষরজ্ঞান আছে।
অন্য পক্ষে স্বাক্ষর হল স্ব + অক্ষর,অর্থাৎ নিজের অক্ষর বা সই, বা দস্তখত।
যেমন: স্বাধিকার (স্ব + অধিকার), স্বাধীনতা (স্ব+অধীনতা) , স্বখাত সলিল,স্বকর্ণে শ্রবণ ইত্যাদি।