এক চিমটি নুন প্রয়োজন
চোখের কোণে ছেড়ে দেবো
বীজ দইয়ের মত কাজ করবে,
নুন থেকে নোনা জল হবে
নোনা জলের সাগর হবে
লবনাক্ত হবে চোখ।

লোনা জলের ধারা কবেই ফুরিয়ে গেছে
এখন কেমন মিষ্টি মিষ্টি লাগে,
শরীরের সুগারটাও বাড়ছে-
শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে,
দূর্বলতা কাটাতে স্যালাইন প্রয়োজন
স্যালাইনের জন্য
এক চিমটি নুন প্রয়োজন।

গভীর বিশাল সমুদ্রে
স্তব্ধ নিরাবতা লাগে,
মনে হয় ঝড় উঠবে
কূলে আছড়ে পড়বে ঢেউ
কূল ছাপিয়ে জল জমবে
নুনের ক্ষেতে।
নুন উৎপাদন হবে
নুন প্রয়োজন-
এক চিমটি নুন।