এইতো আসছে বসন্ত
এলেই নাকি গাছে গাছে নতুন
পাতা গজাবে ,নাচবে মন
ন্যায়শক্তি বদলে দিবে জড়বাদী চেতনা ,
মৈথুনরত হবে কপোত-কপোতী।
মিষ্টি হাসির দেবতা
কল-কল হাসি হেসে বলবে-
খুব-তো বয়ে গেছে দুরে হাসির নহর,
মুচি পাড়ায় উঠবে চাঁদ গোল
রোদেলা দুপুরে মাদল তালে
দুলবে বধূর নাকের নোলক।
তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদে
প্রকৃতি সাজবে হংস-মিথুন,
পাতাঝরা শব্দের মধ্যে লুকিয়ে থাকা সত্য
আলিঙ্গন করবে সুন্দরের পূজারী হরিণী চোখ
সুতাকাটা ঘুড়ির লাটায় হাতে
গ্রামের ডানপিটে কিশোর আলাল
পাখির নীড়ের থেকে ছানা পেড়ে
সবুজ ঘাসের উপর করবে লুটোপুটি ।
আগুন ঝরা ফাল্গুনে শিমূলের ডালে
ডাকবে পড়শী কোকিল
ভাষাহীন পাখির ডাকে ফিরে আসবে বায়ান্ন
বাংলার ঘরে ।
নায়ের বাদাম তুলে শরীফ মাঝি
বেসুরো গলায় ভাটিয়ালি টান
পৌছে যাবে দূর নীলিমায় ,
পুড়ুত করে মাছরাঙা পাখি
নেয়ে শরীর নদীর স্বচ্ছ জলে
পুটি মাছ মুখে ভরে বসবে
আরাম কেদারায় বাঁশ বনে।
কালের স্বাক্ষী হিজল তলে
গোধূলি সূর্য পড়বে হেলে
আরো মায়াময় হবো
এবার বসন্ত এলে ।।
15/01/2016