তুমি এলে,
আর রাত জ্বলে উঠল নরম জোছনায়,
তোমার চোখের তারায় বাঁধা পড়ল আমার সমস্ত স্বপ্ন,
যেন কেউ আকাশের সব আলো এনে
ঢেলে দিল আমার নিঃশব্দ পৃথিবীতে।

চাহনি,
একটা নদী, চুপচাপ বয়ে যায় বুকের ভেতর,
কখনো জোয়ার, কখনো ভাটা,
কখনো শব্দহীন অভিমান।

হাসি,
একটু ঝিরিঝিরি বাতাসের মতো,
কখনো বৃষ্টির ফোঁটা হয়ে পড়ে,
কখনো বসন্তের প্রথম কোকিলের ডাক।

ছোঁয়া,
যেন কালজয়ী কাব্য, ধরা না পড়া কোনো সুর,
যা অনুভবে বাজে, হৃদয়ে জ্বলে,
কিন্তু কখনো নিভে যায় না।

ভালোবাসা,
কখনো মেঘ, কখনো রোদের খেলা,
কখনো এক ফোঁটা অশ্রু,
কখনো বা চিরকালীন জোছনার আলো।