'
সন্ধ্যা ছয়টার সূর্যাস্ত।
এ প্রান্তের সবই সুন্দর।
সবকিছু মলিন হয়ে যায় সন্ধ্যার স্ফুলিঙ্গের মত।
এখানে সূর্যাস্তের সময় তোমার কোমল স্বরের প্রয়োজন বোধ হয় না।
তবে স্মৃতিতে জ্বলে উঠে কিছু মুহূর্ত।
অনুভূত হয় স্তব্ধতা, শূন্যতা, নীরবতা।
নীরবতা আমায় প্রশ্ন ছুড়ে দেয়
কী সেই ভালবাসার রহস্য?
যাতে রয়ে যায় শুধু স্মৃতি, প্রতিশ্রুতি আর শূন্যতা।
মনে আছে কি?
তুমি চোখের কাজলে আঁকতে আমার পৃথিবী।
এমন এক পৃথিবী যাতে আমি ছাড়া আর কেউ নেই।
তাতে আমি অনুভব করতাম শরতের মেঘ, সন্ধ্যার সূর্যাস্ত।
অনুভব করতাম রাতের শীতলতা।
বিভোর হয়ে দেখতাম হাজারো নক্ষত্র মণ্ডল, প্রজ্বলিত তারা।
আজ প্রশ্ন ছুঁড়ে দেয় শূন্যতা
কোথায় সেই নক্ষত্র মণ্ডল?
কখন বদলে গেল সেই পৃথিবী?
আজ আমি তোমার কে হয়েছি?
হয়তো হয়েছি কোন অপরিচিত।
স্তব্ধতা আমায় প্রশ্ন করে
সেই প্রিয় অতীত কি আজ শুধুই স্মৃতি?
যা ছিল সমুদ্রের তীরে গড়া বালির প্রাসাদের মত।
ঢেউে মিশে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
জানি সময়ের ব্যবধানে সবকিছু ধুলিস্যাত হলেও
সবশেষে রয়ে যায় শুধু স্মৃতি।
স্মৃতি রয়ে যায়
শ্বাস নেওয়ার চুক্তিপত্রের মেয়াদ শেষ না হওয়া অবধি।