যে চোখের নীলে স্বপ্ন ভেসে বেড়ায় সাদা মেঘের মত।
সেই মায়া ভরা চোখ আর দেখা হবে না।
কোটি বছর কেটে গেলেও তা ভোলা হবে না।
স্মৃতিরা আমায় খুবলে খায়।
তোমার সকল স্মৃতি মিশে গেছে
আমার কবিতার বিষাদের পাতায়।
তোমার কত নাম খুঁজেছি আমি কবিতার মাঝে।
কত ফুলের সাথে করেছি তোমার তুলনা।
প্রতিটি ফুলেই মিশেছিল তোমার স্বভাব।
সবটুকু সজীবতা জুড়ে দেখেছি তোমার প্রভাব।
বাতাসের সাথে মিশে ছিল তোমার সুগন্ধের শীতল স্পর্শ।
সেই বাতাস থেমে গেছে কোন এক অজানা কারনে।
সুখের মিষ্টি অনুভূতির সব ফুল ঝড়ে গেছে
আমার মনের বাগান থেকে।
শেষে সুখময় কিছু স্মৃতি, আমার হৃদয় করেছে বিপন্ন।
আর ছন্দহীন কিছু কবিতা হয়েছে, বিষাদ দ্ধারা পূর্ণ।