প্রিয়তমা আমার,
তুমি কি নিশীথের মৃদু জোৎস্নার আলো?
তোমার ছোঁয়ায় আমার সমস্ত পৃথিবী,
স্নিগ্ধ হয়ে যায়।
নাকি তুমি হৃদয়ের স্পন্দন, আত্মার সুর।
তোমার স্পর্শে অন্তরের সব অব্যক্ত কথা,
প্রাণ পেয়ে যায়।
তুমি কি ফুলের মাধুর্যে গড়া?
যেন তুমি বর্ষার বকুল, শরতের টগর,
বা গ্রীষ্মে ফোঁটা কৃষ্ণচূড়া।
আবার হয়তো তুমি কবির কাব্য;
রূপক, কথা আর ছন্দে জোড়া।
প্রেমময়ী তুমি,
হয়তো তুমি মায়া জানো।
যেন চোখের সমস্ত ভাবনা আমার
লিখে নিয়েছো হৃদয়ের গভীরে।
বলো; এত তুমি কী করে বোঝো,
আমায়, ভিতরে বা বাহিরে?