চারপাশ আমার একটি সুন্দর ফুল বাগান।
যে বাগানে আছে অসংখ্য অগনিত ফুল।
প্রতিটি ফুলই গুণে ঘ্রাণে প্রকৃতির মতই সুন্দর।
আমি সেই বাগানে সাজানো একমাত্র কৃত্রিম ফুল।

তবে কারো ভাষ্য হতে পারে "তা আর মন্দ কিসের। আসে পাশের ফুল সব দুই দিন ঘ্রাণ ছড়াবে তৃতীয় দিনে বিলীন। অন্তত - এই শংকা মুক্ত থাকা যাবে জীবনে।"

কিন্তু তার বাগানে থাকা বা না থাকাতে কি আসে যায়। যদি সেই ফুল ঘ্রাণ না ছড়ায়, কোন মধুজীব তাতে আকৃষ্ট না হয়।