ধানমন্ডি বত্রিশ যারা করলো ধব্বংস
বাংলা মনে করে তারা রাজাকারের বংশ ৷
মাঝার ভাঙ্গে মন্দির ভাঙ্গে , ভাঙ্গে মানুষের ঘরবাড়ি ৷
লুটপাট করে , ধর্ষণ করে করে , হয় যে অত্যাচারি ৷
ভাঙ্গে কেন কাপুরুষ গড়তে কি পারে ,
ওদের মনে ধব্বংশ তারিফ ,, গড়তে নাহি পারে ৷
পিছিয়ে থাকা পাকিস্তানকে করে ওরা সার্পোট
মাতৃভূমি আর যেন না যায় ক্ষমতা ওদের নিকট ৷
দেশটা ওরা নষ্ট করে , তিলে তিলে মরবে জনগন
দোহাই তোমরা হওনা একটু দশে মিলে সচেতন ৷
৭১ আমার ইতিহাস বাংলাদেশ আমার সম্মান
স্বাধীনতার ঐক্য ধরে শেখ মুজিব আমার মান
সেই স্বাধীনতাকে তারা করে আজ অসম্মান ৷
চেতনা নাই তাদের ৭১ ,, ধারণ করেনা মনে
পাকিস্তান জিন্দাবাদ মুখে ফেনাতুলে প্রতিক্ষনে ৷
ওরা রাজাকার রাজাকার স্লোগান তুলে জিন্দাবাদ
সময় থাকতে গর্জে উঠো বাজ্ঞালী করো প্রতিবাদ
না হয় তারা বলে ফেলবে পূর্ব পাকিস্তান জিন্দাবাদ
ওরা মুনাফিক ওরা ভন্ড ওরা বাংলাকে চায় খন্ডের স্বাদ
দাড়াও দাড়াও মানুষ বুক খুলে দাড়াও রাজ পথে
না হয় স্বাধীন দেশের সার্বভৌমত্ব কলুষিত হবে অপবাদে ৷