একটি দেশ তোমার জন্য চির কল্যাণকর
একটি স্মৃতি তোমার জন্য হয় চির ভাস্কর ৷
সব সিড়িতে তোমার বাহন হে প্রিয় নেতা
আজকে সুখের কারণ তুমি ধরেছিলে ছাতা ৷
তোমার জন্য একটি আকাশ বাংলাদেশের মাটি
পাকহানাদের তাড়িয়ে দিয়ে আমরা পেলাম ঘাঁটি ৷
একটি রোদ তোমার জন্য হয় যে অনেক মিষ্টি
একটি রোদ তুখোর রোদে খলছে পড়ার দৃষ্টি ৷
একটু বৃষ্টি তোমার জন্য হয় যে খুশির বন্যা
অধিক বৃষ্টি তোমার জন্য ঘিরে পড়ে কান্না ৷
একটু ঠান্ডা তোমার বুকে চিরন্তরে অবয়ব
বাংলা মায়ের হাসি দেখে পেলাম নবয়ব ৷
চির মুক্তি ! চির অনুধাবন ! করি যে তোমার কদর ,
চির অম্লান ! চির বহমান ! থাকবে সবার নজর ৷
আসবে সরকার যাবে সরকার তুমি থাকবে শিরায়
অদল বদল দুনিয়াতে হে পিতা থাকবে তুমি পাতায় ৷
সংগ্রামী এই জীবনযাপন সংগ্রামে যায় দিন
নতুন রাজ্যে নতুন সাজবে মুছবেনা তোমার ঋণ ৷
একটি দেশ তোমার জন্য পেলো কণ্ঠস্বর ,
বাংলা আমার মাতৃভাষা সবচেয়ে মধুকর ৷
একটি মানুষ তোমার জন্য হলো দেশ প্রেমিক
একটি যুদ্ধ তোমার জন্য পেলো অনেক সুখ ৷
ইশানা নিশানা তোমার জন্য হলো সবই ঠিক
তোমার জন্য আমরা পেলাম স্বাধীনতার দিক
হে মুজিব তুমি চির মহান তুমি মোদের আলোড়ন
স্বাধীন দেশের লক্ষ নিয়ে সব জায়গায় তোমার বিচরণ ৷