অঙ্কিত হৃদয়ের ছাপাখানায় বঙ্গ বন্ধুর নাম
ছিড়বে কে ! রুখবে কে ! লাখো জনতার দাম ৷
তুমি দিয়েছো আলো, দিয়েছো দেশের স্বাধীনতা
বাংলাদেশের হৃদয় মননে তুমি প্রাণের প্রিয়তা ৷
এ যেন ইতিহাস প্রেরণায় হাজার বছর অঙ্গিকার
গানে গানে ছন্দ সুরে"জয়বাংলা"উচ্ছ্বাস জনতার ৷
লাল সবুজ পতাকা দেখিয়াছে তোমার মুষ্টিবদ্ধ হাত
তোমার তর্জুনী হুশিয়ার বাঙ্গালি একত্রে এক জাতি এক জাত ৷
ধ্বনিতে উথ্বান পথের অলোয় ঘুরে ফিরে আসে স্বদেশ
প্রাঙ্গনে সমাবেশ উচ্ছ্বাস জনতা সাবাশ বাংলাদেশ ৷
ইতিহাস জানি স্লোগান শুনি, শুনি বঙ্গ বন্ধুর বানী
ভালোবাসার অমর বানী সেই ৭ মার্চের সুর ধ্বনি ৷
অবদান আপনার শীর্ষে সবার হে জাতির কর্ণধার..
হায়েনার থাবা দিয়ে ধাবা তুমি সহ কেড়ে নিল পরিবার !
চামেলি জুঁই প্রাণের জনতা অঝরে কাঁদে কাঁন্নায়
বুকের ক্ষত চিহ্ন শত কোটি শোকের জোয়ারে ভাসায় ৷
সূর্যের মতো জ্বলে উঠে কোটি তরুন সেই তর্জনী চেতনায়...
যুগে যুগে শত মহাকাল পরে তুমি রবে আকন্ঠ সাধনায়...
তুমি বঙ্গবন্ধু.. তুমি হিমালয়... প্রশান্ত জলধারায় ।
কাটবে আঁধার ,আসবে আলো ,আদর্শের ভাবনায় ৷
বাঙ্গালীর বুকে শ্বাস্বত এ-নাম রবে পরম স্নেহ আদরে ,,
যুগে যুগে শত কোটি ফুল নামাবে শ্রাবণ শোকের চাদরে ৷