আশা আমার চিরদিন ই থাকবে তুমি পাশে,
আদর দিয়ে সোহাগ দিয়ে রাখবো নিঃশাসে ।
নদীর বুকে যেমন সাজায় ঢেউয়ের শীতল হাওয়া,
তেমনি আমি সাজাই বন্ধু তোমার প্রাণের চাওয়া ৷
গোলাপ যখন ফুটেরে বন্ধু,গন্ধ ছড়ায় রোজ,
আমি তখন মন বাগানে,তোমায় করি খোঁজ ৷
মনের সাথী প্রাণের রানী,তুমি আমি এভুবন,
সুখ দুঃখের সাথী হবো,পণ করেছি আজীবন ।
আশা আমার চিরদিন ই থাকবে তুমি পাশে
আদর দিয়ে সোহাগ দিয়ে রাখবো নিঃশ্বাসে ৷
যৌবণ তুমি আলোকসজ্জা,বুড়োকালের সঙ্গী,
এক সুঁতোতে বেঁধেছি জীবণ,প্রাণের মাঝে অঙ্গি ।
চোখের আলোয় ফুল কামনার,হ্নদয় পটে আশা,
এই জীবণে তুমি আমার,একটাই ভালবাসা ।
আশা আমার চিরদিন ই থাকবে, তুমি পাশে,
আদর দিয়ে সোহাগ দিয়ে, রাখবো নিঃশ্বাসে ।
যতই আসুক ঝড় ঝঞ্জা, ছাড়বো না তো হাত,
বুকের পাজর আগলে দিয়ে,কাটাবো গহীন রাত !
আপন আলয় আপন তুমি,জোছনা মাখা চাঁদ,
তোমার গায়ের গন্ধ আমার প্রেম মানেনা বাঁধ!