পৃথিবীর থেকে দূরুত্ব কত
এই দূরুত্ব বেধেঁ আছে সময়
আক্ষেপ নিয়ে চলছে জীবন
কী পেলাম কী না পেলাম
চিন্তায় মগ্ন থাকি সারাক্ষণ ৷
অনেকে ই বলে আক্ষেপ নয়
বিক্ষোভে উঠে আসে অধিকার
চলন্ত তবু ধীর গতি সেটি জাহাজ ৷
কত সময় অতিবাহিত সে জানে
কত দিন কত রাত কেটে যায়
তবু ও গন্তব্যে পৌছানোর জন্য
নাবিক হাল ছাড়েনা ৷
এই যে নীরব প্রচেষ্টা সাধ্যমনা
সান্নিধ্যে চেতনার বুকে বহন করে ৷
আমার বুকে বহন করে ঝন্জাল
যা চেতনার থেকে কষ্ট বয়ে আনে
অহিং সংবাদে তীব্র নিন্দা
এক সময় ফেঁসে উঠে আন্দোলন
সাধারণ মানুষ বলে বন্ধ করো এসব ৷
আমরা যুদ্ধ চাইনা যে যুদ্ধে রক্তাক্ত হবে
আমার ভাই ,আমার বোন , আমার মা
আমার বাবা , আমার প্রতিবেশি ৷
যুদ্ধের ফরমনা দিয়ে কাঁপিয়োনা ৷
কারণ আমরা যুদ্ধের চেয়ে শান্তিকামী
স্বাভাবিক থাকতে পছন্দ করি ৷