আমার একটা অন্তর আছে ,মন মিলিয়ে দেখো
মনের মাঝে তুমি আছো ,মন বাঁধনে রাখো ৷
চাওয়া ছবি প্রাণে আঁকি ছড়িয়ে যায় মায়া
কোন সকালে উঠলে তুমি ছড়িয়ে যায় ছায়া ৷
বুক ভেসে যায় সুখের ছায়ায় , দুখ হেসে যায় ছেড়ে
প্রাণের মাঝে প্রাণ ভরে যায় তোমার নজর কেড়ে ৷
এই যে নজর আমার চোখে বুক ভেসে যায় আনন্দে
তোমার দিকে তাকালে প্রিয় মন ভরে যায় সানন্দে ৷
আমার একটা অন্তর আছে ,মন মিলিয়ে দেখো
মনের মাঝে তুমি আছো , মন বাঁধনে রাখো ৷
সন্ধ্যা বেলা তুমি আমার গোধূলীর অন্তিম
তোমার বুকে যাত্রা করে ,যাত্রাতে পাই উলম ৷
ইচ্ছা হলে ডাকবে তুমি , আলো ভোরের পাখি
ইচ্ছা হলে রাঙ্গিয়ে দিবে এই সুন্দর দুটি আঁখি ৷
রঙ্গের মানুষ রঙ্গীন তুমি , রঙ্গিন এই ভুবন
মনের কোঠায় বাসা বেঁধে তুমি হলে জীবন ৷
আমার একটা অন্তর আছে , মন মিলিয়ে দেখো
মন বাঁধনে তুমি আছো , মন বাঁধনে রাখো ৷
শোভার ঘরে আলোকসজ্জা , রাত্রী বিছানায়
রোমান্স আসে কোমল দেহে মন ছুটে অজানায় ৷
রাত্রী ভালো রাত্রী জাদু রাত্রীতে কাছে চাই
রাত্রীতে তোমার মন মিলাতে তোমার মন পাই ৷
আধার ঘরে জোসনা তুমি রাত্রীতে তুমি পরী
তোমার সাথে মন মিলাতে আমি প্রেমে পড়ি ৷