অল্প করে গল্প করে বুজাবো কেমন করে
আমার নেতার ইতিহাস কি ছোট্ট গ্রণ্থে ধরে
ধরবেনা এই পৃষ্ঠায় ধরবেনা এই একটি বইয়ে
অনেক শব্দ নেতার জন্য জমা আছে হৃদয়ে ৷
নেতা তুমি মহান হয়ে থাকো সবার প্রণয়ে
ইতিহাসের পাতায় পাতায় তুমি আছো সাজিয়ে ৷
অল্প করে গল্প করে বুজাবো কেমন করে
আমার নেতার ইতিহাস কি ছোট্ট গ্রণ্থে ধরে ৷
ধরবেনা একটি দিনে ধরবেনা একটি মাসে
লক্ষ কবির আগমনে লেখা শেষ হবে না শেষে ৷
সব ধর্মের , সব জাতির প্রিয় নেতা সবার তুমি
তাইতো তুমি সেরা নেতা সবার থেকে দামি ৷
অল্প করে গল্প করে বুজাবো কেমন করে
আমার নেতা ইতিহাস কি ছোট্ট গ্রণ্থে ধরে ৷
কত কালি ফুরিয়ে যাবে মহান নেতার গুনে
অল্প করে গল্প হবে ইতিহাসের পাতায় জানে ৷
কাব্যগ্রন্থের হিরিক পড়বে নেতার অহিংসংবাদে
মানুষের মতন মানুষ হবে নেতার মৌলবাদে ৷
আলোক সজ্জা ফুলের মাঝে ফুল হবে রঙ্গিন
নেতা আপনার কর্মযোগ বাংলার বুকে ধারন
দ্বীপ জ্বলে যায় প্রদীপ ছুঁয়ে মন ছুঁয়ে যায় কণ্ঠে
নেতা আমাদের পরান ভরে স্বাধীনতার মন্ত্রে ৷
শত্রু আসবে শত্রু যাবে রুখতে পারবেনা মন্ত্র
জনগনের কণ্ঠ চেপে মুছবে কে এই সব প্রান্ত ৷
তোমায় নিয়ে চিন্তা সবার দেশ প্রেমিকের মনে
হাজার বছর বাঁচিয়ে রেখে শেষ হবেনা কোন সনে
আনমনা ফুলের কাছে জিঙ্গসা কাঁদছে কেন তুমি?
ফুলটি আমায় উত্তরে নেতার স্বরণে কাঁদছি আমি ৷
পিতার শোকে পিতার মোহে বাংলাদেশের মানুষ
এই শোকের শ্রাবন ঝরে বাংলার অগনিত মানুষ ৷