কোলাহলময় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ৷
তোমাকে ই যে খুঁজে ফিরি মনের সীমান্তে ৷
আসবে কি সখি তবে ছিঁড়ে এ মায়াডোর ?
বাঁধিব শক্ত করে তোমারে এ বাহুডোর !
যাবে যদি ওগো পাখি ভেঙ্গে মোর শৃঙ্খল
মন ভেঙ্গে কেন সখি বাড়ালে মনে চৈতল ৷
বৈশাখে কেনো সখি এঁকেছিলে আলাপন ?
মনের অজান্তে করেছি তোমায় আপন ৷
ভেবেছেনু আমি ওগো হৃদয়ের প্রান্তে ,
তুমি যে থাকবে যে মনের সীমান্তে ৷
স্বপ্ন দেখিয়েছিলে রেখেছিলে মায়াভোর ,
হাতে হাত রেখে তব বেঁধেছিলে বাহুডোর ৷
চেয়েছি যে ভেঙ্গে ফেলি তোমারি শৃঙ্খল !
আমার হৃদয়ে না আসে কখনো অমঙ্গল ৷
হৃদয়টা কাটাতারে ক্ষত করে আলাপন
অতীতের স্নৃতিগুলো তাড়া করে সারাক্ষণ ৷
ঘুরে ঘুরে আসে ফিরে তেমনি সে মায়াটান ,
জেনে নিয়ো ওগো প্রিয় তুমি ছিলে পিছুটান ৷