একটি আকাশ/ একটি দেশ /
মায়াবতি এক/ পরিবেশ
চির সবুজ এই/ সতেজ ছায়া /
প্রাণের মাঝে/ ভিশন মায়া ৷
একটি পতাকা/ লাল সবুজের /
বিজয় নিশান /আনলো ওই/
স্বাধীন ভূমি /স্বাধীন ভাষা/
বুকের মাঝে /ফোটালো খই ।
হঠাৎ একটি যুদ্ধ এলো../
বাংলার বুক এলোমেলো./
উজার হলো গ্রাম ও শহর/
জয়বাংলার উঠলো লহর..!/
আকাশ থেকে পড়লো বোমা../
তর্জনী তাঁর দিল না ক্ষমা । /
আমার দেশের/ মাটি ও জমি
ভাগ বসাতে/ কে হে তুমি..?
হাল ধরেছে মান রেখেছে
নাম জান কি মুজিব আছে
বীর যোদ্ধার বাবা।
জয়বাংলা বলে দিলেন ডাক /
মরণ লড়াইয়ে যুদ্ধে যাক। /
তাঁর ডাকেতে দিয়ে সারা../
শ্রমিক মজুর কিশোর খাঁড়া../
বাঁচলে গাজী মরলে শহীদ/
বীরের জাতি বীরের জীদ । /
মুক্তির শ্লোগানে /লক্ষ যে আসন
মুছবেনা কখনো/ মুজিবের ভাষন
হুংকার গর্জনে যুগে যুগে তাঁর
ইতিহাস হয়ে রবে প্রিয় মনিহার..।