আজকাল আমার ক্লান্ত লাগে খুব
                       থেমে থাকে জীবন  !
তুমি ছাড়া বড্ড একা ,
                     আলোহীন ফাঁকা ভূবন ৷
অথচ তুমি বরফ জমে থাকা পাহাড়
হিমালয় দেখেছো....
অনেক কথা জমে থাকা আমার বুকে
জীবাশ্ম পাথর দেখোনি ৷
তুমি বলেছিলে কথা বন্ধ করে দিলে
ভুলো যাবো তোমায়....
কই আমি তো এক সেকেন্ডের জন্যও
ভুলতে পারছিনা তোমায়....!
কিন্তু তুমি জেনে খুশি হবে যে
  ঠুনকো আবেগগুলু এখন আমার নিয়ন্ত্রণে ,
তবে আমি ধ্বংশের শেষ প্রান্তে ৷
ভাগ্যিস !  ভাগ্যিস তুমি বদলে গেছো  
না হলে তো সবসময় অহংকার করতাম, অহংকার করে বলতাম....
তুমি শুধু আমার.... শুধু ই আমার...
সেই কবে... অবহেলা করে চলে গেছো
অথচ আমি আমি আজো তোমার অভাবে শেষ হয়ে যাচ্ছি.. একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছি...একটু একটু করে
হ্নদয় নদী মরুভূমির মতো শুকিয়ে বালুচর
আজো একা আজো শুন্য ঘর...
আমাকে মায়ায় পড়তে বাধ্য করছো....
মিথ্যে ভালবাসার জালে জড়িয়েছো...
কিন্তু তুমি আমার মায়ায় পড়োনি... ,
আমাকে ভালোবাসতে বাধ্য করেছো....
মায়াবি মাতাল চোখে ঘায়েল করেছো..
কিন্তু আমাকে তুমি , কখনো ভালোই বাসেনি.....!!