জেগেছে জেগেছে মহানুভাবে ভরেছে ভূবন
জীবন চলার পথে মিশেছে কাব্যের জীবন
জেগে আছে নজরুল দিগন্তে গলিতে
সময়ের নতুনের বেড়ে উঠা গন্ডিতে ৷
প্রাণের উদ্দাম নতুন বাহন শির মহরে
জেগে থাকে গ্রাম কিংবা অনাদি শহরে ৷
জেগে আছে নজরুল দেশ দেশান্তর বর্তিকায়
প্রান্তদিকে নজরুল মহাদেশ ঘূরে আর্পিতায় ৷
জেগে থাকে দুঃখ প্রাপতে কিংবা সুখের
আতল ভরা ভবিনী নতুন সৃষ্টি উল্লাসের ৷
জেগে আছে নজরুল বিদ্রহীদের সব নবাবে
ছাড়েনি কলম নজরুল অত্যাচারীর তান্ডবে ৷
তুফান, বাতাস তুলপারে মহাপ্রলয় আনিতে
হটে গেছে জালিম শাসক নজরুলের বানীতে ৷
ফিরিক উঠে গিরিক উঠে পাড়া বন্ধনীতে
গন্ধনী উঠে মানবতা আলোর সন্ধানেতে ৷
জেগে থাকে নজরুল শান্তির মোলাকাত নিয়ে
যেন ছড়াছড়ি করে যেন প্রতি ঘরে ! প্রতি ময়ে ৷
সময় যাবে ঘণ্টা হয়ে দিন যাবে রাত্রি পেরিয়ে
সপ্তাহ যাবে মাস হয়ে বছর যাবে যুগ পেরিয়ে ৷
পার হবে শত কোটি বছর রয়ে যাবে নজরুল
সূর্যের মতন অক্ষয় যেন ফুটে তারায় ফুল ৷