যুগ যাবে যুগান্তে শেখ মুজিব থাকবে সযত্নে
যেমন থাকে আকাশ ধরায় সূর্য থাকে ভরান্তে ৷
সেই ভরান্তে আলো তাপে সৃষ্টি থাকে উল্লাসে ,
উল্লাসের দহন তাপে বৃষ্টি আসে সব গ্রহণবাসে ৷
গ্রহণবাসে সহন হয়ে যেমন সাজায় উদ্ভিদ অরন্য
শেখমুজিবের রাজনীতি তেমনি সবার কাছে বরণ্য ৷
যুগ যাবে যুগান্তে শেখ মুজিব থাকবে সব প্রান্তে
যেমন থাকে মাটির ধারায় আপন গড়ে ভরান্তে ৷
বাড়ে তরু সতেজ হয়ে ফুলের জন্য ডাল পাতা
থোকায় থোকায় থাকে সেথায় আছে ফল মাতা ৷
বাংলাদেশের মাঝে আছে শেখ মুজিব জাতির পিতা
অত্র চিনে গোত্র বুজে জাতির কাছে সুনাম পিতা ৷
বঙ্গবন্ধু সব ধর্মের প্রজন্মের বুকে সাহস হয়ে থাকবে
কলোরবের পিজন ঘুঁচিয়ে দম আসবে তুমি বাঁচবে ৷
বুকের পিদম খুলে হাসি স্বাধীন তোমার ধর্ম
বাঁচতে হলে চলতে শিখি বলির পাঠার কর্ম ৷
বঙ্গবন্ধু কর্মটাকে বিশ্ব ছড়ায় কাগজ ,টেলিভিশনে
টেলিভিশনের পর্দা কাপিঁয়ে মহান নেতার আসনে ৷
খাতায় থেকে পাতায় আসে পাতায় থেকে গ্রন্থে
গ্রন্থ থেকে সবাই পড়ে মানুষের পাজর অন্তে ৷
যুগ যাবে যুগান্তে শেখ মুজিব পাবে সব প্রান্তে
প্রান্ত সব সাহস হয়ে ছুটে বেড়ায় দিক ফুটান্তে ৷
ফুটান্তে কুসুম হয়ে ফুটবে যখন ফুলের গন্ধে
সেই ফুলের সুভাস হয়ে চলবে মনের আনন্দে ৷
স্কুল থেকে কলেজ আসে কলেজ থেকে ভার্সিটি
বঙ্গবন্ধুর জীবনী পড়ে থাকবে সবার আর্দশ্যনীতি ৷
সেই নীতির সরব হয়ে ছুটে গ্রাম থেকে শহরে
বিশ্বের কাছে ছুটে বেড়ায় রাজনীতির বহরে ৷
গ্রন্থ ছড়ায় পাড়ায় পাড়ায়, ছড়ায় শহর নিকুন্জে
নিকুন্জের হাত ধরে ছড়াও তুমি বিশ্ব পুন্জে ৷