চলবে চালাও সুপ্রভাতে মুগ্ধ ঝলমল
সাঝঁ সকালে ভোরের পাখি উজ্জল ৷
ব্যস্ততা গ্রাম শহর সঙ্গ ধরে আনবে সুফল
বলবে তখন আকাশ দুপুর করে টলমল ৷
বিকাল ছায়া সন্ধ্যা ঘরে আলোর বাতি জ্বলে
পড়ালেখার হিরিক উঠে জাগছে নবদলে ৷
বেড়ে উঠা আমার প্রাণে সবুজ দোলাদোলে
রাত্রী হলে ছড়ায় তারা জোনাক মিটি জ্বলে ৷
মাসের পর মাসের চিত্র ভিন্ন প্রতিফলন
গন্ডি মিলে দেখে সবাই চিত্র অসাধারণ ৷
একটি দিন একটি রাত আমার বাংলাদেশ
বছর মিলে যুগের ছবি খন্ড জুড়ে ঋতুতে বেশ ৷
অশান্ত আর খন্ডপ্রলয় এদেশ ছিলো একদিন
অকারণে নির্যাতনে মানুষ ছিলো পরাধীন ৷
স্বাধীন করে শান্ত করছে নেতা শেখ মুজিব
সব ঋতুতে শান্তি লাগছে বইছে সুখের প্রদীপ ৷
আমার দেশ তোমার দেশ বাংলাদেশ ,বাংলাদেশ
সোনার দেশ , বিজয়ের দেশ,সুখের বাংলাদেশ ৷