আমার বুকে তোমার ছবি /যত্নে করে রাখি/
তুমি আমার মনের ভেতর/ দুই নয়নে আঁকি/

জ্বলছে হৃদয় বুকের ভেতর /অর্হনিশি মায়া /
চোখ বুঝলেও অন্ধ চোক্ষে/ তোমার প্রতিচ্ছায়া/

দিয়েছি তোমায় মনটা আমার/আগলে রাখো প্রিয় /
তুমি ছাড়া নাই কেহ  আর /আমার দ্বিতীয় ৷

তুমি আমার সুখের পরশ আপন হয়ে থাকো
এক জীবণে হাজার জনম/ সংগী করে রেখো  


আমার বুকে তোমার ছবি যত্ন করে রাখি
তুমি আমার মনের ভেতর দুই নয়নে আঁকি /

চোখের পাতায় শান্তি আসে /দেখলে তোমার মুখ/
তোমার বুকে রাখলে মাথা/ আমার চির সুখ /

ঘাটো যদি আমার চাওয়া থাকবে পাওয়ার আকাঙ্খা
দোহাই তোমার রেখোনা দ্বিধা রেখোনা কোন শংঙ্কা  ৷

থাকবো তোমার অনন্তকাল এই তো মনের আশা
তুমি আমার বুকের পরে প্রাণের ভালবাসা

আমার বুকে তোমার ছবি যত্নে করে রাখি
তুমি আমার মনের ভেতর দুই নয়নে আঁখি ৷

পুড়ছে হৃদয় তোমার প্রেমে স্পর্শ  পাওয়ার বন্দনায়
আসবে কবে বুকের পাজর রাত যে কাটে যন্ত্রণায়

চৈত্র মাসে রৌদ্র খরা তুমি যে আমার শ্রাবণ রাত...
আমার মতো এমন প্রেমে বাঁধবে কে,আর সু প্রভাত৷ !

বুকের নদী জোয়ার ভাসে আসলে তুমি প্রাণ মাজার
সওদা তুমি লক্ষ কোটি অমূল্যহীন সব বাজার
অমুল্যহীন সব বাজার..।


আমার বুকে তোমার ছবি যত্নে করে রাখি
তুমি আমার মনের ভেতর  দুই নয়নে আঁকি