(১) প্রিয়ার চেয়ে প্রিয় এ দেশ
আমার সমাধীতে ফুল দিও না
একটু চোখের অশ্রু দিও,
মানুষ যেন বুঝতে পারে
আমি তোমার ছিলাম প্রিয়।
মাসে অন্তত একবার
এসো মোর সমাধীর পাশে,
অশ্রু নয়নে কাঁদিও মোর
আত্মার সুখের আসে।
তুমি তো এক মায়াবিনী
মনে মায়ার ভান্ডার,
পরপারে মোদের হবে মিলন
আমি প্রেমিক কান্ডার।
ব্যাথা পেয়না ওগো প্রিয়া
কর শুধু অপেক্ষা,
জীবন দিয়েও বঙ্গভূমি
করেছি মোরা রক্ষা,
না- না আমি মরি নি সদা আছি
ছায়া হয়ে তোমার পাশে,
তুমি কর যা সবি দেখি তা
মিশে তোমার নিঃশ্বাসে।
ওগো প্রিয়তমা ভুল করনা
করনা মোরে পর,
বড় আশা ছিল বুকে
বাঁধবো সুখের ঘর।
না-না দোষ তোমার নাই
দোষ মোরও নেই,
সব বিধাতার খেলা,
মুক্তিযুদ্ধে শহীদ আমি
ডুবেছে জীবন ভেলা।
বাংলাদেশ স্বাধীন দেশ
স্বাধীন বঙ্গভূমি
প্রিয়ার চেয়ে বেশী প্রিয়
দেশটা বেশী দামী।
তবুও প্রিয়া থেকো মোর আসে
পরপারের অপেক্ষায়,
সত্য প্রেমের হবে গো মিলন
সেদিন বিধির ইচ্ছায়।
****************************
(২) প্রেমের নামে
আজকালকার কিছু মেয়ে,
লোক লজ্জার মাথা খেয়ে,
ছেলেদের মনে লাগায় রং,
পোষাকের মাঝে কতই ঢং।
মিষ্টি করে দেয় হাসি,
আস্তে বলে ভালবাসি,
ছেলে যখন রাজি হয়,
ইচ্ছামত টাকা চায়।
যখন যা প্রয়োজন হয়,
ছেলে তা কিনে দেয়,
নতুন একজন কাছে পেলে,
পুরানটাকে দূরে ফেলে।
নতুন জনার ধরে হাত,
টাকার লোভে কাটায় রাত।
*****************************
এসএম জাহিদুল ইসলাম জাহিদ
পরিচালক
তসাস, সাঘাটা, গাইবান্ধা।