বাংলা আমার প্রাণের ভাষা
প্রাণের অহংকার
বাংলা আমার মায়ের ভাষা
মায়ের অন্তর।
বাংলা আমার ভোরের পাখি
ভোর বিহানে ডাকে,
বাংলা আমার ভোরের সূর্য
নতুন জীবন অাঁকে।
বাংলা আমার কৃষক ভাইয়ের
মন মাতানো গান,
বাংলা আমার ভাটির সুর
বাউলের আপন প্রাণ।
বাংলা আমার গোধুলী আকাশ
একুশের রক্তের চিহ্ন,
বাংলার জন্য মায়ের মন
ছেলে হারানো বিষন্ন।
বাংলা আমার গীতি কবিতা
সূর ছন্দের ভাষা।
বাংলা এখন কোটি বাঙ্গালীর
মন প্রাণে আশা।