সনেট-নয়নার প্রেমে...

নয়নাকে ভাল লাগে নয়নের মাঝে
অপূর্ব ঐ রূপ তার মন ভরা মায়া,
ভালোবেসে পাশে থেকে হতে চাই ছায়া
মূখ খানি ঢেকে রাখে কেন যেন লাজে।

নয়নার ও নয়ন সাঁঝা কারুকাজে,
বিধাতা আপন হাতে গড়েছেন কায়া
ওগো নয়না তুমি যদি হইতা  প্রিয়া,
প্রেম মায়ায় সাজাতাম সুন্দর সাঝে

নয়নাকে কেন জানি পারিনা ভূলতে
সত্যি সে মোর মন রাণী, মন ময়ূরী,
তারে বিনা প্রেম কলি না পারে ফুটতে
না যদি ভালোবাস, যাব এ বিশ্ব ছাড়ি,
তুমি যদি ভালোবেসে হাত রাখ হাতে,
সিন্ধু সেচে মুক্ত এনে হাতে দিতে পারি।




সুখ কোথায়?

সুদের টাকায় বাড়ী পাকা
ঘুষের টাকায় জমি,
যা লাগে তার দ্বিগুন আছে
গয়না দামী দামী।
টাকা পয়সার নেই চিন্তা
তাইতো মনে সুখ,
পেট ভরে খেতে গেলেই
কষ্টে কাঁদে বুক।
ডাক্তার বলেন ডায়াবেটিস
খাবেন শুধু রুটি,
মাংস পোলা মিষ্টি খেলে
ঔষধ যাবে ছুটি।
তাইতো সদা চিন্তা করি
নিজের জীবন নিয়ে,
গরীবরা তো ভালোই আছে
কিছুই না পেয়ে।
টাকা পয়সা গয়না-গাটি
থেকে কি লাভ?
ভালো কিছু খেতে গেলেই
অসূখ দেয় চাপ।