বিনা দোষে কেন যেন মোরে দিলা ফাকি
প্রিয়া তুমি এতো দিনে চিনলেনা মোরে,  
স্বার্থের লোভে ছিলে বুঝি হৃদয় ঘরে
কাদে এই মন প্রাণ, কাদে দুটি আখি,
আগুনে ফেলিয়া মোরে কোথা যাও সখী
যে ছিল এই অন্তর মন প্রাণ জুড়ে
কষ্টে ফেলে সেই প্রিয়া হাসে মৃদু স্বরে,
সব কিছু কেড়ে নিল, নেই কিছু বাকি।

কখনও ভাবিনি তুমি করবে ছল,
নারীরা ছলনাময়ী বুঝলাম আজ,
মন ভেঙ্গে চলে যায়, চোখে দেয় জল,
মন বলে কিছু নেই, নেই কোন লাজ,
মূখ ভরা হাসি ছিল, মনে  ছিল খল,
তবুও সুখী হও জীবন হোক রাজ।

********************************
প্রকাশকালঃ যায়যায়দিন ২০১১।

এসএম জাহিদুল ইসলাম জাহিদ
সভাপতি
স্বজন সমাবেশ
দৈনিক যুগান্তর, সাঘাটা, গাইবান্ধা।