মিলবে যখন মনের মানুষ গড়বে ভালোবাসা,
ভালোবাসায় লুকানো আছে জীবন গড়ার আশা।
জীবন ভরে যাকে নিয়ে খেলবে প্রেমের পাশা,
হৃদয়টা তার না যেন হয়, শক্ত তামা কাঁসা।
অন্তর জুড়ে যার ভালোবাসা, সুন্দর একটা মন,
তাকে খুঁজে আনতে হবে, করতে আপনজন।
সঠিকভাবে জানতে হলে চলতে হবে সাথে,
ভালোবাসার মধুরতা ফুটে উঠবে তাতে।
বাহ্যিক রূপ আর সুন্দর কথায় মানুষ যায় না চেনা,
অন্তরে তার আরেকটি রূপ, থেকে যায় অজানা।
চলার পথে আচরণে যদি ত্রুটি পড়ে ধরা,
তার প্রেমেতে কখনো কেউ দিবে না কো সাড়া।
ভুল করেও পা দিও না কৃত্রিম প্রেমের ফাঁদে,
কষ্টে তোমার সারাটা জীবন, যাবে কেঁদে কেঁদে।
মনের মধ্যে দ্বিধা জাগলে ভাবতে হবে পাপ,
রক্ষা পেতে খোদার কাছে চাইতে হবে মাফ।
---সমাপ্ত---
(রচনাকালঃ-০৮/০৭/২০১৯)