আদিকালে মানুষ প্রাণীদের ভয়ে থাকতো সমাজবদ্ধ হয়ে ,
আধুনিক কালে ভীষণ কপোকাত, সভ্য মানুষের ভয়ে।
আমরাতো সদায় চর্চা করি জ্ঞানী - গুণী ও মনীষীর বাণী ,
মানুষের দুঃখে কাঁদে না মন, কাঁদে না অন্তরখানী।
মানবতা তুমি গেলে কোথায়, দেখা মিলে না যে একবার ,
ফিলিস্তিনির কান্নার রোল, বিশ্ব দেখে আসছে বার বার।
তুমিকি উধাও হয়ে গেলে পাশে থাকোনি মানুষের দুঃখে,
পারোনি কি কোনো প্রতিবাদ করতে,মানবের অন্তরে ঢুকে।
তুমিকি পেয়েছো বড্ড ভয় ?সঙ্গে মানুষ ও গেছে ভুলে ,
মানুষের আর্তনাদ উপহাস স্বরূপ,শুনতে পাওনি কান খুলে।
মানবতা তুমি মানুষের মঙ্গলে,সদায় অতন্দ্র প্রহরী ,
তবুও কেন বিশ্ব মানবতা,আজও হয়নি কার্যকরী।
মানবতা তুমি এতই বেভোলা,সীমারের কথা গেছো ভুলে ,
সুচ্চার কন্ঠে কখন দাঁড়াবে বলো,আর কতো প্রাণ গেলে!
মানবতা তুমি কেন আজি দাঁড়িয়ে আছো আঁড়ালে ,
লোকে বলে চলে গেছো নাকি, অত্যাচারীদের দলে।
তোমার ভয় , মানবতার অবক্ষয় ভূলুণ্ঠিত বিশ্ব মানবতা ,
ঈশ্বরের চাওয়া,মানুষের মঙ্গল,তবেই জীবনের সার্থকতা।
---সমাপ্ত---
(রচনাকাল- ১৬/০৬/২০২৪ ইং)