হয়তো পারবো না হতে তোমার প্রেমের সমতুল্য,
ক্ষীণ প্রেমে পারবো কি দিতে তোমার প্রেমের মূল্য?
ভেসে উঠে শুধু তোমার কায়া, ভেসে ওঠে প্রতিচ্ছবি।
মনে হয় যেন কবিতা লিখে হয়ে যাই বড় কবি।
মজিল মন তোমার প্রেমে আছো গো নয়ন জুড়ে,
মনে হয় প্রতিদিন তোমার সনে দেখা করি উড়ে উড়ে।
কেন যে মন তোমার প্রেমে হয়ে গেল মাতোয়ারা,
জানিনা বন্ধু কখনো তুমি দিবে কিনা সাড়া।
চুলের খোপায় নানান ফুলে সাজাতে চায় মন,
তুমিই আপন মনটা সদায় ভাবে সর্বক্ষণ।
মায়ার বন্ধন সৃষ্টি হবে থাকবে না মনে জ্বালা,
নিজের হাতে যদি পরিয়ে দাও বকুল ফুলের মালা।
মন চায় তোমায় উজাড় করে ভালোবাসা দিতে,
অবুঝ মনে বোঝ মানেনা চায় তোমাকে পেতে।
আমার তরে আসো গো তুমি মনটা যদি চায়,
রুপার নুপুর পরিয়ে দেব রাঙা দুটি পায়।
স্বর্গীয় সুখ গড়ে তুলবো থাকবে না কোন ক্লেশ,
নজিরবিহীন ভালোবাসা জানবে সারা দেশ।
---সমাপ্ত---
(রচনাকালঃ-১৭/০৭/২০১৯)