দেশের মানুষ নিরাপদে রাস্তায় চলতে চান,
তবুও প্রতিদিন দুর্ঘটনায় ঝরছে তাজা প্রাণ।

দুর্ঘটনার প্রকৃত কারণ কেবা আজি খুঁজে,
প্রিয়জনরা আহাজারিতে কাঁদে চোখ বুঝে।

শোকার্ত পরিবারকে শোনানো হয় সান্ত্বনার বাণী,
তাতেই কি সন্তুষ্ট হয়ে তারা মুছবে মনের গ্লানি?

দুর্ঘটনার অনেক কারণ সবার চোখে পড়ে,
বাঁচতো মানুষ চলত যদি একটু নিয়ম করে।

মর্মান্তিক দুর্ঘটনা যখনি কোথাও ঘটে,
ওভার টেক-ই দুর্ঘটনার প্রধান কারণ বটে।

দ্রুত বেগে যে চালায় গাড়ি হারিয়ে ফেলে মাত্রা,
যাত্রীর ভাগ্যে অমানিশা আসে অশুভ হয় যাত্রা।

রাস্তায় চলতে যতই মানি ট্রাফিক আইনের শর্ত,
দুর্ঘটনার কারণ হতে পারে রাস্তার ছোট গর্ত।

প্রথমেই যদি কর্তৃপক্ষের নজরেতে পড়ত,
লোক পাঠিয়ে অল্প খরচে মেরামত তা করত।

ছোট গর্ত বড় হতো না দুর্ঘটনা কমই ঘটত,
রাস্তার খরচের বড় বাজেট অনেকটাই কমত।

রক্ষা পেত যাত্রী যারা বাড়ত দেশের আয়,
স্বজন হারিয়ে মানুষেরা করত না হায় হায়!

                          ---সমাপ্ত---

(রচনাকালঃ-০৬/১১/২০১৯)