সুকৌশলী মানুষ যদি হয়ে যায় বিবেক হারা
জাগ্রত বিবেক সঠিক কাজে দিতে চায় না সাড়া।
মিথ্যার জয় গান করে যেন হাক ঢাক বাজিয়ে
ধামাচাপায় সত্যকে রাখে, অন্তরেতে লুকিয়ে।
সাজানো মিথ্যা কথায় কমতি রাখেনি ছন্দের
বুঝে শুনে শুধু শুধু সাফাই করছে মন্দের।
ধরণীর বুকে সত্যই সুন্দর, যেন ধ্রুবতারা
মিথ্যার আসফালন ক্ষণস্থায়ী, পড়তেই হবে ধরা।
ভাবেনি মিথ্যাবাদী মৃত্যুর কথা, বেঁচে থাকবে চিরকাল
দুনিয়াতেই তার হবে যে শাস্তি, যদিও আছে পরকাল।
অন্যের সম্মানে আঘাত করতে ভুলে যায় মনুষ্যত্ব
ভাবে যে সর্বক্ষণ তারাই প্রভু, অন্যরা সব ভৃত্য।
সামাজিকতায় সকল মানুষ জবাব দেয়নি কড়া
মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে, হচ্ছে দিশেহারা।
তারা সংখ্যায় স্বল্প, বানায় গল্প যেন এক জোট
তাদের আলাপ স্বার্থের প্রলাপ, গায়ে লাগে চোট।
ক্রমান্বয়ে সমাজ ধ্বংস করছে, ন্যায়ের অবকাঠামো
তাদের দাপট উপরে নাকি আছে তাদের মামু।
তারা কেহ কারো ধার ধারে না যা বলে সবই সত্য
এটাই তাদের জীবন চলায়, আয়-রোজগারের পথ্য।
ওহে! রাতের পরে দিন আসে, দুঃখের পরে সুখ
মিথ্যাবাদীর মিথ্যাচার জানবে দেশের লোক।
লজ্জা শরম দেয়না কেহ, থাকে বোকা সেজে
নিশ্চয়ই একদিন সত্যের বিজয় উঠবে ডঙ্কা বেজে।
রচনাকাল--- ৯/১০/২০২৩
--- সমাপ্ত ---