আসছে বৈশাখ ফলছে ফসল উঠবে ক্ষেতের ধান,
চাষি মজুর মনের সুখে করছে তারা গান।

গোলা ভরে ধান তুলবে এইতো তাদের পণ,
শ্রমিক বলে ধান কেটেও তুলব মণের মণ।

বাংলাদেশের জনগণ দেখবে সুখের মুখ,
ভিক্ষুকেও বলছে আজ হবে তাদের সুখ।

রাজ্য পটে সুখের স্বপ্ন সবার ঘরে ধান,
পিঠা-পায়েস পোলাও করে,খাওয়াবে মেহমান।

দোআঁশ-বেলে কাদা মাটিতে গড়া এই দেশ,
বৃক্ষ রাজিতে ফোটে উঠছে রূপের সমাবেশ।

অনেক জেলে মাছ ধরে, ধান ক্ষেতের-ই পাশে
ধানের গন্ধে মনমন্দিরে হৃদয় কোণে হাসে।

মাছ ধরাটা কেমন মজা ছোট নদীর বাঁকে,      
পানকৌড়িরা ক্ষেতের ধারে আপন মনে ডাকে।

ছোট বড় অনেক নদী ছড়িয়ে আছে দেশে,
মাঝি-মাল্লা গান ধরে তাই, বাউলের-ই বেশে।

শস্য-শ্যামল দেশটি মোদের পাহাড় নদীতে ঘেরা,
তাইতো প্রাণের বাংলাদেশটি বিশ্বের মধ্যে সেরা।

                           ––সমাপ্ত––
                        (রচনা কালঃ-১২/০৩/২০১৯)