সাদী যদি ইচ্ছে কর  
অনেক পড়া পড়তে পার,
সময়ের কথা মনে রেখে
লেখা পড়া করতে পার।
    
সবার আগে থাকতে হলে
পড়তে হবে মনের বলে,
শক্ত ভাবে মনের সাথে
লড়াই করে চলতে পার।
      
চাও কি তুমি বড় হতে
সুখের জীবন গড়তে,
অদ্য হতে শুরু কর
মনোযোগে পড়তে।
                                
        --সমাপ্ত--
(রচনাকালঃ-০১/০১/২০১৯)