মায়ের সমতুল্য মাতৃভূমি সৃষ্টিকর্তার দান,
রক্ষা করতে স্বাধীনতা নির্দ্বিধায় দিবে প্রাণ।

মায়ের ন্যায় স্নেহ-মমতায় বাস করি তার বুকে,
দুঃসময়ে ধৈর্য রাখবে জল যেন না আসে চোখে।

জাগ্রত রাখবে দুর্বার আন্দোলন রাখতে স্বাধীনতা,
শত্রুর বিপক্ষে লড়ার শক্তি দান করবেন বিধাতা।

মনোবলকে রাখতে অটুট থাকতে হবে দৃঢ়চিত্ত,  
বীরত্বের সাথে ধ্বংস করবে আছে যত দুর্বৃত্ত।

প্রবল বাঁধায় নির্জীবতায় বসে থাকবে না ঘরে,  
প্রতিহত করার রণকৌশল রাখতে হবে অন্তরে।

দেখবে যখন স্বদেশের স্বাধীনতার সূর্য ডুবে যায়,
আফসোস করে বললে হবে না কি করি উপায়।

দুর্বার আন্দোলনে দীপ্ত সংকল্প রাখতে হবে মনে,
অক্ষুন্ন রাখতে হলে স্বাধীনতা, লড়বে বীর দর্পণে।

অর্জন হয়েছে দেশের স্বাধীনতা থাকবে চিরচেনা,
মানুষের মঙ্গলে অহর্নিশি বাজবে বিজয় বীণা।

জীবন হয়তো চলে যাবে তাজা প্রাণ যাবে ঝরে,
রক্ষা করতে হবে স্বাধীনতা শহীদ হওয়ার তরে।

                        --- সমাপ্ত ---
   (রচনাকালঃ- ২২-১০-২০১৯)